Terms & Condition

শর্তাবলীঃ
***সকল শর্ত জেনে বুকিং করা বাধ্যতামুলক।

১) যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না।
২) অন্য কেউ বিরক্ত বা কারণ কোনো সমস্যা হবে এমন কোনো কাজ করা যাবে না।
৩) কোনো প্রকার নেশা দ্রব্য বহন করা যাবে না।
৪) স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
৫) রুম শেয়ার ব্যাসিস হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে।
৬) পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৭) গ্রুপ ট্যুরে ঘুরতে গেলে অবশ্যই সবার সাথে মিলে মিশে থাকতে হবে, কোনো প্রকার ঝগড়া-বিবাদ করা যাবে না।
৮) রিসোর্ট বা হোটেলের রুমের কুয়ালিটির ক্ষেত্রে অবশ্যই বুকিং কনফার্ম করার পূর্বেই TOUR KORI প্রতিষ্ঠান এর দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে, এই বিষয়ে ট্রিপে যেয়ে কোনো প্রকার অভিযোগ করা যাবে না। কখনো যদি রিসোর্ট/থার্ড পার্টি বুকিং ম্যান TOUR KORI প্রতিষ্ঠানের সাথে রুম নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি ঘটায় সেক্ষেত্রে TOUR KORI প্রতিষ্ঠানকে সময় দিতে সমস্যাটি সমাধান করার জন্য, এবং TOUR KORI প্রতিষ্ঠান তৎক্ষণাৎ যাহা সম্ভব হইবে তাহাই সমাধান দিবেন, এই বিষয়ে TOUR KORI প্রতিষ্ঠানের সমাধান মেনে নিতে হবে।
৯) দেড়িতে বুকিং করে সামনে বা মাঝে সিট চাওয়া যাবে না।
১০) বুকিং মানি অফেরতযোগ্য, তবে TOUR KORI প্রতিষ্ঠানের কারণবশত ট্যুর কেনসেল হলে বুকিং মানি ফেরত দিয়ে দিবেন।
১১) যেকোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে যা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যেমন হরতাল/কারফিউ/ধর্মঘট/প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি কারণবশত ট্রিপে যাওয়া সম্ভব না হলে নিরাপত্তার স্বার্থে TOUR KORI প্রতিষ্ঠান ট্যুর কেনসেল করে দেয়ার সর্বপরিকর ক্ষমতা রাখেন এবং কোম্পানিও কোনো সমস্যার সম্মুখীন হলে ট্যুর কেনসেল করে দেয়ার সর্বপরিকর ক্ষমতা রাখেন।এই বিষয়ে কোনো গ্রাহকই ভিন্ন মতামত প্রকাশ করতে পারবে না। বুকিং কৃত টাকা কোম্পানি সিদ্ধান্ত নিবেন পরিস্থিতি অনুযায়ী যে পুরো টাকা রিফান্ড করবেন নাকি আংশিক রিফান্ড করবেন।
১২) বাচ্চাদের জন্য খাবার এবং সিট নিলে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে।
১৩) কোনো কারণে TOUR KORI প্রতিষ্ঠান এর প্রতিনিধি যদি মনে করেন কেউ নিয়ম না মেনে অপ্রত্যাশিত পরিবেশ তৈরী করেছেন/ করতেছেন/ করার চেষ্টা করতেছেন তাহলে তাকে যেকোনো সময় চলমান ট্রিপ থেকে বের করে দেয়ার ক্ষমতা TOUR KORI প্রতিষ্ঠান রাখেন।
১৪) ট্রিপ ক্যানসেল হলে বুকিংকৃত টাকা Tour Kori প্রতিষ্ঠান রিফান্ড প্রসেসে দিয়ে দিবেন। ৭ কার্য দিবসের মধ্যে বুকিংকৃত টাকা গ্রাহকের শেয়ার করা একাউন্ট -এ পৌঁছে যাবে। টাকা ব্যাংক বিকাশের মাধ্যমে যাওয়ায় কখনো কখনো কিছুটা বেশি সময় লেগে যায়, গ্রাহকগণ এতে সময় দিয়ে সহযোগিতা করে বাধ্য থাকিবেন।